ফুসফুসে দুধ আটকে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ ফের সচেতনতার অভাবে এক মাস তের দিনের শিশুকন্যার মৃত্যু ঘটলো গন্ডাছড়ায়৷ ঘটনার বিবরণে জানা যায় গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এডিসি ভিলেজের মগ পাড়ায় সঙ্গিতা মগের দের মাসের শিশু সন্তান গতকাল তার মার দুধ খেতে গিয়ে দুধ  ফুসফুসে চলে যায় তার পর থেকে শ্বাষকষ্ট নিয়ে ভূগছিল শিশুটি৷ মঙ্গলবার সকাল আটটায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করান এবং শিশু বিশেষজ্ঞ ডাঃ দীনেশ দাসকে খবর দেন৷ চিকিৎসক শিশুটির অবনতি দেখে রেফারের জন্য তার মা বাবাকে বলেন,  কিন্তু শিশুর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসা শুরু হওয়ার আগেই সকাল দশটায় মৃতু্যার কোলে ঢলে পরে ফুটফুটে শিশু কন্যাটি৷ শিশুকন্যার মৃত্যুতে মা হাসপাতালেই অজ্ঞান হয়ে পড়েন৷ শিশু মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে৷ জানা গিয়েছে, মা শিশুটিকে দুধ খাওয়ানোর সময় অন্যমনস্ক হয়েছিলেন৷ তিনি টিভি দেখছিলেন, তখনই ঘটনাটি ঘটে৷