BRAKING NEWS

সংস্কারের জন্য সব প্রকল্পে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে ওএনজিসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ গ্যাস কূপ এবং পাইপ লাইনে সংস্কারের জন্য আগামী ১৯ আগষ্ট থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে ওএনজিসি৷ সংস্কার কাজ ২০ থেকে ২৫ দিন পর্যন্ত চলবে৷ ততদিন কোন গ্যাস সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন সংস্থার এসেট ম্যানেজার এস সি সোনি৷ স্বাভাবিকভাবেই, তখন পালাটানাতেও বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে৷ কারণ, ওএনজিসি’র গ্যাস সরবরাহ বন্ধ রাখার কারণে একই সময়ে পালানাটাতেও সংস্কার কাজ হাতে নেওয়া হবে বলে জানা গেছে৷
বুধবার সাংবাদিক সম্মেলনে শ্রীসোনি বলেন, গ্যাস উত্তোলন বৃদ্ধির উদ্দেশ্যেই আগামী ১৯ আগষ্ট থেকে সংস্কার কাজ শুরু হবে৷ কারণ, ২০১৮ সালের মধ্যে গ্যাস উত্তোলন ৫১ এমএমএসসিএমডি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ বর্তমানে ৪১ এমএমএসসিএমডি গ্যাস উত্তোলন সম্ভব হচ্ছে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, পালাটানা খুব শীঘ্রই তৃতীয় ইউনিট চালু করার উদ্যোগ নেবে৷ সেক্ষেত্রে তাদের ৩২ এমএমএসসিএমডি গ্যাস সরবরাহ করতে হবে৷ বর্তমানে ২৬ এমএমএসসিএমডি গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে৷
এদিকে, আগামী ৩১ জুলাই অবসরে যাচ্ছেন ওএনজিসি’র বর্তমান এসেট ম্যানেজার এস সি সোনি৷ এদিন সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যে তাঁর দুই বছরের কার্যকালের অভিজ্ঞতা তুলে ধরেন৷ চাকুরী জীবনের অন্তিম সময়ে এই রাজ্যে কাজ করতে পেরে তিনি খুবই আনন্দিত বলে জানিয়েছেন৷ কারণ, পূর্বোত্তরের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ রাজ্য ত্রিপুরা৷ ফলে, তাঁকে এরাজ্যে কাজ করার ক্ষেত্রে কোন সমস্যার মোকাবিলা করতে হয়নি৷ তাছাড়া রাজ্য সরকারের কাছ থেকেও সবরকম সহায়তা তিনি পেয়েছেন বলে জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *