রাজ্যে জাতি-উপজাতির দাঙ্গর ষড়যন্ত্র করছে বিজেপি ঃ মনীন্দ্র রিয়াং

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ যৌবনের ঢল আছড়ে পড়েছে কল্যানপুর বিধানসভার অর্ন্তগত ঘিলাতলী বাজারের

মনীন্দ্র রিয়াং

যুব পদযাত্রা ও সভায়৷ শনিবার কল্যানপুরে সু-বিশাল বিক্ষোভ মিছিল করে সভায় জড়ো হয় নেতা-কর্মীরা৷ ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফের ডাকে সভা অনুষ্ঠিত হয়েছে৷ বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনীন্দ্র দাস কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির তীব্র সমালোচনা করেছেন৷ দেশে কৃষক আত্মহত্যা করছে মোদী শাসনে৷ গরীব মানুষের জন্য নয়, কেন্দ্র কর্পোরেট গোষ্ঠীর স্বার্থ রক্ষার কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি৷ রাজ্যের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তোলে ধরে জাতিদাঙ্গা বাধানোর কাঠগড়ায় বিজেপিকে দাড় করিয়েছেন বিধায়ক মনীন্দ্র রিয়াং৷ রাজ্য ভাগের দাবীতে আই পি এফ টি’র জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধে বিজেপি টাকা এবং মদত দিচ্ছে বলে তোপ দাগেন তিনি৷ পাহাড়ি বাঙালীর মধ্যে বিভাজন সৃষ্টি করে অশান্তি পাকিয়ে বিজেপি বাকা পথে ক্ষমতা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিধায়ক মনীন্দ্র রিয়াং৷ সভায় উপস্থিত ছিলেন টিওয়াইএপ তেলিয়ামুড়া সম্পাদক প্রদীপ দেববর্মা, এমডিসি ধনঞ্জয় দেববর্মা, ডিওয়াইএফআই তেলিয়ামুড়া মহকুমা সভাপতি অমরেশ চৌধুরী প্রমুখ৷