নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪, জুলাই৷৷ রাজধানীর পুরাতল জেলের জলাশয়ের জলে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

হয়েছে৷ তার নাম ভূষণ দেববর্মা৷ বাড়ি টাকারজলায়৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরের একটু পরে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, টাকারজলা থেকে আগরতলায় একটি কলেজে পড়াশুনা করতে আসে ভূষণ দেববর্মা৷ জেলের কোয়ার্টারে তার এক নিকটাত্মীয়র ঘরে গিয়েছিল৷ সেখানে আরও কয়েকজনের সাথে সে পুকুরে স্নান করতে যায়৷ তখনই ঘটে বিপত্তি৷ হঠাৎই জলে ডুবে যায় ভূষণ৷ সে ভালভাবে সাঁতার জানেনা৷ তার সাথে যারা ছিল তারা হতচকিত হয়ে পড়ে৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে৷ প্রায় তিন ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ভূষণের নিথর দেহ জল থেকে তুলে আনেন৷ যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

