BRAKING NEWS

অমরনাথ হামলা : জঙ্গিযোগ সন্দেহে ধৃত পিডিপি বিধায়কের গাড়ির চালক

শ্রীনগর, ১৫ জুলাই (হি.স.): অমরনাথ তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হল এক পুলিশ কর্মীকে| ধৃত পুলিশ কর্মীর নাম হল তৌসিফ আহমেদ| তার বাড়ি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা| সন্দেহভাজন এই পুলিশ কর্মী পিডিপি বিধায়ক এজাজ আহমেদ মীরের গাড়ির চালক| শুক্রবার তৌসিফ আহমেদকে গ্রেফতার করার পর পুলিশের তরফে জানানো হয়েছে, এই ব্যক্তির অমরনাথ তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলায় যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না| এছাড়াও অমরনাথ পূণ্যার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে| পুলিশ সূত্রের খবর, মাস সাতেক আগে পিডিপি বিধায়ক আহমেদ মীরের গাড়ির চালক হিসেবে নিযুক্ত করা হয় তৌসিফকে| জম্মু ও কাশ্মীরের আইজি মুনীর খান জানিয়েছেন, জেরার পুলিশের সঙ্গে সহযোগিতা করছে তৌসিফ|

বার্ষিক অমরনাথ যাত্রা সূচনা হওযার আগে থেকেই জঙ্গি হামলার আশঙ্কা ছিল| কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করেও শেষরক্ষা হয়নি| গত সোমবার রাত ৮.৩০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের অনন্তবাগ জেলার, বাতেঙ্গুর কাছে জঙ্গি হামলায় প্রাণ হারান গুজরাত থেকে আসা ৭ জন পূণ্যার্থী| জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন তিন পুলিশ কর্মী-সহ মোট ১৪ জন| ২০০০ সালের পর এই প্রথম অমরনাথ যাত্রীদের উপর এই ধরনের হামলা হল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *