নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য সরকার নরেন্দ্র মোদীর সরকার| সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে এমনটাই জানানো হয়েছে | নরেন্দ্র মোদীর সরকারকে বিশ্বাস করে প্রায় ৭৩ শতাংশ ভারতীয় নাগরিকরা | ওইসিডি নামে এক আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছেন, নরেন্দ্র মোদীর সরকারের উপর মানুষের সবচেয়ে বেশি আস্থা রয়েছে|
আন্তর্জাতিক এই সংস্থা বিভিন্ন সরকারের সঙ্গে কাজ করে তারা কী কী অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত পরিবর্তন এনেছে তা তুলে ধরা চেষ্টা করে থাকে | সেরকম একটি সমীক্ষা করে তারা জানিয়েছেন, ৭৩ শতাংশ ভারতীয় নাগরিক মোদীর সরকারকে বিশ্বাস করেন | যা এখনও পর্যন্ত গোটা বিশ্বে সবচেয়ে বেশি | কোনও দেশের সরকারের উপর তাদের নাগরিকদের এতটা আস্থা নেই |
২০১৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে মোদী সরকার | এরপর থেকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বেশ কয়েকটি নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে | মোদী সরকারের পরেই ৬২ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কানাডিয়ান সরকার |
2017-07-14

