৭ দফা দাবী আদায়ে রাজ্যেও গ্রামীণ ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ দেশব্যাপী গ্রামীন ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটে স্বতঃস্ফূর্ত সাড়া রাজ্যেও৷ শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী এআইআরআরবিইএ’র ডাকে ধর্মঘট পালন করেছে রাজ্যের সঙ্গে যুক্ত থাকাদের গঠিত যৌথ সংগঠনগুলি৷ যৌথ আন্দোলন কর্মসূচীতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চরান নেতৃত্বরা৷ অভিযোগ, গ্রামীন ব্যাঙ্ক কেন্দ্রীয় সরকারী বেসরকারী নীতি অবলম্বনের প্রয়াসে ক্ষতির সম্মুখীন৷ ত্রিপুরার মতো গ্রামীন উপজাতি অধ্যুষিত রাজ্যে বিস্তর বিরূপ প্রভাব পড়েছে৷ প্রমোশনের ক্ষেত্রে চাকরীর সময়সীমা শিথিল করা, গ্রামীন ব্যাঙ্ক কর্মীদের পেনশন চালু সঠিক পদ্ধতি অবলম্বনে নিয়মিতকরণ ডি আর ডব্লিউদের সাঠিক ভাবে নিয়মিত করণ সহ ৭ দফা দাবী জানিয়েছে সংগঠন৷ ব্যাঙ্ক শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের পেশাগত নিরাপত্তা ভূ-লুন্ঠিত হচ্ছে৷ ধর্মঘট করে দাবী আদায় না হলে বৃহত্তর আন্দোলনে হাটবে হুশিয়ারী সংগঠনের রাজ্য নেতৃত্বের৷