যোগেন্দ্রনগরে রাজনৈতিক তরজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ রাজনৈতিক ভাবে বিজেপি কর্মীদের টার্গেট করে আক্রমণ করলে পরিনাম ভয়ঙ্কর হবে৷ হিংসার জবাবে পাল্টা প্রতিরোধে নামতে দ্বিধাবোধ করবেনা নেতৃত্বরা৷ শুক্রবার যোগেন্দ্রনগরে আক্রান্ত পার্টি কর্মী বাবুল দাসকে জিবি হাসপাতালে দেখতে গিয়ে এমনভাবেই আক্রমণাত্মকভাবে শাসক দলকে হুশিয়ারী দিয়েছে বিজেপি’র রাজ্য কমিটির অন্যতম সদস্য রেবতী মোহন দাস৷ ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের এই নেতা হুমকি দিয়েছেন, গণতন্ত্র রক্ষায় প্রতিরোধে নামবে বিজেপি৷ বাবুল দাস ইস্যুতে পুলিশকেও একহাত নিয়েছেন তিনি৷ শাসক দলের তল্পিবাহক পুলিশ তদন্ত করছেনা ঠিকভাবে৷ কর্মীর শরীর থেকে ঝড়া এক এক বিন্দু রক্তের প্রতিশোধ নেওয়া হবে গণতান্ত্রিকভাবেই৷ হিংসার বাতাবরণ তৈরী করে ক্ষমতায় টিকে থাকতে বিজেপি কর্মীদের হামলা চালিয়েছে যোগেন্দ্রনগরে৷ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে থানা ঘেরও, বিক্ষোভ, অবরোধে নামার হুশিয়ারী দিয়েছে রেবতী মোহন দাস৷