নিউ ইয়র্ক, ১ জুলাই (হি.স.): নিউ ইয়র্কের ব্রোনক্স-লেবানন হাসপাতালে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন এক জন| এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন| গুলি চালানোর পরই পেশায় চিকিত্সক ওই বন্দুকবাজ নিজেকে গুলি করে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বছর ৪৫-এর ওই বন্দুকবাজেরও মৃতু্য হয়েছে|
স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার দুপুর ২.৪৫ মিনিট নাগাদ ব্রোনক্স-লেবানন হাসপাতালের ভিতরে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালায় ওই বন্দুকবাজ| এই ঘটনায় এক জন মহিলার মৃতু্য হয়েছে| আহত হয়েছেন অন্তত ৬ জন| পরে পুলিশ ঘটনাস্থলেই পেঁৗছে বন্দুকবাজের দেহ উদ্ধার করেছে| প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, এই ঘটনার নেপথ্যে জঙ্গি যোগ নেই| কর্মক্ষেত্রে রাগারাগির জন্য হয়তো এই ঘটনা ঘটিয়েছে ওই চিকিত্সক বন্দুকবাজ|
2017-07-01

