কুলগামে মেঘভাঙা বৃষ্টি, মৃতু্য তরুণের

শ্রীনগর, ১ জুলাই (হি.স.): দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় মেঘভাঙা বৃষ্টিতে মৃতু্য হল এক তরুণের| মৃত তরুণের নাম হল শাবির আহমেদ গারসি (১৭)| তাঁর বাড়ি কুলগাম জেলার সর্বাদ্রী হোমেপাথরি গ্রামে| শনিবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টিপাত হয়| মেঘভাঙা বৃষ্টিতে মৃতু্য হয় শাবির আহমেদের| মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| এই ঘটনার জেরে শোকে ভেঙে পড়েছে ওই তরুণের পরিবার|