নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ জুন৷৷ মদমত্ত অবস্থায় মাত্র কুড়ি টাকা নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক বন্ধুর দায়ের আঘাত পড়লো অপর বন্ধুর গলায়৷ ঘটনা চাম্পাহোর থানাধীন এলাকায়৷ আহত ব্যাক্তির নাম বিশ্ব মোহন দেববর্র্ম (৫০)৷
চাম্পাহাওয়রের বাসিন্দা রবি দেববর্র্ম মঙ্গলবার সন্ধ্যায় মদের আসরে বন্ধু বিশ্ব মোহনের সঙ্গে ঝগড়া লাগে৷ এক সময় উত্তেজিত হয়ে রবি – বিশ্বমোহনের গলায় দা দিয়ে আঘাত করে৷ এতে মাটিতে লুটিয়ে পরে বিশ্ব৷ পরে টিএসআর জওয়ানরা বিশ্ব কে তেলিয়ামুড়া হাসপাতালে আনলে, সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়৷ এই বিষয়ে পুলিশ একটি মামলা নিয়ে অভিযুক্ত কে গ্রেফতার করার জন্য মাঠে নেমেছে৷
2017-06-29
