পাহাড়ের অশান্ত পরিস্থিতি মোকাবিলায় আরও সেনা পাঠাচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি ও দার্জিলিং, ১৭ জুন (হি.স.) : পাহাড়ের অশান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সেনা পাঠাচ্ছে কেন্দ্র| গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| সূত্রের খবর, পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে এখনও রিপোর্ট জমা দেয়নি রাজ্য সরকার|

গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা বনধের যষ্ঠদিনে শনিবারও সেখানে পরিস্থিতি অশান্ত রয়েছে| শুক্রবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় বিজনবাড়ির পূর্ত দফতরের বাংলোয়| ভাঙচুর করা হয়েছে মোর্চার সহকারী সাধারণ সম্পাদক বিনয় তামাংয়ের বাড়ি| রাতেই তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ| এছাড়া আন্দোলনে নেমে মোর্চা সমর্থকরা আগুন লাগিয়ে দেয় মিরিকের পঞ্চায়েত অফিস, লোধামায় হাইড্রো-ইলেকট্রিক সাপ্লাই কার্যালয় ও রিম্বিক-লোধামা স্বাস্থ্যকেন্দ্রে| হোটেলগুলো বন্ধ থাকায় ও পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন বহু পর্যটক| আটকে পড়া পর্যটকদের শিলিগুড়ি পৌঁছে দিতে বাসের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন| আপাতত দার্জিলিঙের রেল পরিষেবা স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে নর্থ ফ্রন্টিয়ার রেল কর্তৃপক্ষ| বনধ চলায় বন্ধ রাখা হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয়ট্রেন পরিষেবাও|