টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যু হল শিশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ টাকার অভাবে একপ্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হল দেড় বছরের এক শিশুর৷ গন্ডাছড়া মহকুমার ভক্তপাড়া এলাকার বাসিন্দা জর্মজয় চাকমার দেড় বছরের শিশুপুত্র বিকাশ চাকমা বুধবার সন্ধ্যায় মারা যায়৷ জানা গেছে, বেশ কয়েকদিন জ্বরে ভুগছিল বিকাশ৷ তার রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছিল এবং পুষ্টিরও অভাব ছিল৷ গত ৬ জুন তাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে তাকে দু’দিন পর গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা৷ অভিযোগ, গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে গোমতি জেলা হাসপাতালে পাঠানোর জন্য কোন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেননি হাসপাতাল কর্তৃপক্ষ৷
এদিকে, বিকাশের অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতি জেলা হাসপাতাল থেকে চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জি বি’তে প্রাথমিক চিকিৎসার পর টাকার অভাবে তাকে বাড়ি নিয়ে চলে যান শিশুটির বাবা৷ জানা গেছে, গরু বিক্রি করে শিশুটির চিকিৎসার খরচ চালাচ্ছিলেন তার বাবা৷ কিন্তু, টাকা ফুরিয়ে যাওয়ায় তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে চলে যান৷ বাড়িতে এনে বনানি চিকিৎসা শুরু হয় শিশুটির৷ কিন্তু, তাতে সাড়া দেয়নি শিশুটি৷ বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে৷
এদিকে, প্রশাসন শিশু মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ৷ জানা গেছে, গন্ডাছড়া মহকুমা শাসক এবং গন্ডাছড়া হাসপাতালের এসডিএমও শিশুটির বাড়ি গিয়েছিলেন৷ টাকার অভাবে বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে, এই খবর চেপে যাওয়ারও চেষ্টা করছে প্রশাসন৷