নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ ফের জি বি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল৷ দূর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থকর্মীরা চরম অবহেলার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেছেন মৃতের পরিবারের লোকজন৷ এনিয়ে হাসপাতাল চত্বরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়৷ যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে জি বি ফাঁড়ি এবং এনসিসি থানার পুলিশ৷ এই ব্যাপারে মৃতের পরিবারের লোকজন জি বি ফাঁড়ির পুলিশের কাছে চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত বিষয়টি জানিয়ে এসেছেন৷ তবে মামলা হয়েছে কি না তা খবর লেখা পর্যন্ত জানা যায়নি৷
সংবাদে প্রকাশ, জি বি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মী তথা বনমালীপুরের বাসিন্দা মধুসূদন সাহা ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় যাওয়ার সময় বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হন৷ তাঁকে রক্তাক্ত অবস্থায় জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা তাঁকে দেখে ভর্তি করান৷ প্রাথমিকভাবে একটি সেলাইন দিয়ে বেপাত্তা হয়ে যান স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক৷ এদিকে কিছুক্ষণ পরই আহত মধুসূদন সাহার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ পরিবারের লোকজন চিকিৎসক এবং নার্সদের খোঁজাখুঁজি করে বিষয়টি জানান৷ কিন্তু, তারা ততটা গুরুত্ব দেয়নি৷ তার কিছুক্ষণের মধ্যেই মধুসূদন সাহা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷
তাঁর মৃত্যুর পরপরই পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে উঠেন৷ তাদের অভিযোগ চিকিৎসকরা যদি সঠিক সময়ে চিকিৎসা পরিষেবা প্রদান করতেন এবং গুরুত্ব সহকারে দেখতেন তাহলে মধুসূদনের মৃত্যু হতো না৷ এমনকি দূর্ঘটনায় গুরুতর আহত মধুসূদন সাহাকে অক্সিজেন দেওয়ারও প্রয়োজন বোধ করলেন না চিকিৎসকরা৷ প্রায় দুই ঘন্টা জি বি হাসপাতালে অবহেলা অবজ্ঞায় পড়ে থাকে বিনা চিকিৎসায়৷ পরিবারের লোকজন উত্তেজিত হয়ে উঠলে জি বি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়৷ উত্তেজিত লোকদের সাথে কথা বলেন এবং বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়৷ প্রসঙ্গত, কিছুদিন অন্তর অন্তর জি বি হাসপাতালে বিনা চিকিৎসায় কিংবা চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা ঘটে চলেছে৷ এইসব ঘটনা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে৷ তারপরও স্বাস্থ্য দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষ চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের বিষয়ে কোন গুরুত্ব দিচ্ছে না৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালেই যদি এই অবস্থা হয় তাহলে অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যকন্দ্রের কি হাল তা সহজেই আন্দাজ করা যাচ্ছে৷
2017-06-14
