ভোপাল , ১১ জুন (হি.স.) : অনশন ভাঙলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কৃষক বিক্ষোভের পর রাজ্যে শান্তি ফেরাতে শনিবার থেকে দশেরা ময়দানে অনশন শুরু করেছিলেন তিনি। গতকাল রাতে নিহত কৃষকদের পরিবারের লোকজন তাঁর অনশনস্থলে হাজির হয়ে তাঁকে অনুরোধ করেন অনশন প্রত্যাহারের। রবিবার দুপরে ডাবের জল খেয়ে ২৮ ঘন্টার অনশন ভঙ্গ করেন শিবরাজ সিং চৌহান। তাঁকে জল খাওয়ান প্রাক্তন মুখ্যমন্ত্রী কৈলাশ যোশী।
অনশন ভাঙার আগে মুখ্যমন্ত্রী বলেন, সময়ে সময়ে কৃষকদের জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত তথ্য দিতে চালু করা হবে ভূমি ব্যবহারের উপদেষ্টা পরিষেবা। কৃষকদের সঙ্গে আলোচনা করে যাবতীয় নীতি বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আজ সকালেও মহাত্মা গান্ধীর ছবির সামনে অনশনস্থলে বসে মুখ্যমন্ত্রী বলেন, সবসময়ই কৃষকদের পাশে থাকার, তাদের সাহায্য করতে করার চেষ্টা করেছি। ওদের সমস্যা আমাদেরই সমস্যা। ওরা আমার নিজের লোক।এদিন তিনি এও বলেন, প্রতিটি জমিতে সেচের ব্যবস্থা করতে প্রতিজ্ঞাবদ্ধ রাজ্যের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অনশন চলাকালীন মৃত কৃষকদের পরিবারের তরফে কীভাবে তাঁকে অনশন থেকে সরে আসার অনুরোধ করা হয়েছে জানান সেকথাও। বলেন, “একটা জিনিস আমাকে আবেগতাড়িত করেছে। সেটা হল এই বিক্ষোভে আমরা সন্তান হারিয়েছি। তাদের বাবা মা আমার সঙ্গে দেখা করেন গতকাল। এরকম একটি দুঃখজনক পরিস্থিতি তৈরি হওয়ার পরেও তাঁরা আমাকে সরে আসতে বলেছেন অনশন থেকে।” মৃত কৃষকদের চার পরিবার তাঁর সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের অনুরোধের পরই মুখ্যমন্ত্রী তা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছিলন।
এদিন অনশন ভেঙে মুখ্যমন্ত্রী কৃষকদের দাবিদাওয়া খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। দশেরা ময়দানে তাঁর অনশনের সঙ্গী দলীয় সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, হিংসায় যারা প্ররোচনা দিচ্ছে, তাদের রেহাই নয়। বলেছেন, মন্দশৌরের সেদিনের অশান্তি, হিংসার ঘটনার তদন্ত হবে। ন্যায়বিচার মিলবে, অপরাধীরাও শাস্তি পাবে। কৃষকরাও ক্ষতিপূরণ পাবেন। যাদের সম্পত্তি নষ্ট হয়েছে, যাদের গাড়ি পুড়েছে, তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে।
প্রসঙ্গত, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য, কর মকুব সহ একাধিক দাবিতে ১ জুন থেকে মন্দসৌরে ধরনায় বসেন কৃষকরা। ৬ জুন দুপুরে গুলি চলে সেখানে। মৃত্যু হয় পাঁচ কৃষকের। আহত হন আরও অনেকে। বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় কম করে আট থেকে দশটি গাড়িতে।এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মৃত কৃষকদের প্রতিটি পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আহতদের সরকারি খরচে চিকিৎসার পাশাপাশি ৫ লাখ করে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। সেইসঙ্গে জানান, গত ১১ বছরে কৃষকদের কল্যাণে রাজ্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূরণ করা হয়েছে তাঁদের অনেক দাবিও। পাশাপাশি কোনও বিশৃঙ্খলাকারীর কথায় কান না দিয়ে কৃষকদের শান্ত থাকার আবেদন জানান তিনি। কিন্তু, তাতে কাজ না হওয়ায় শান্তি ফেরাতে নিজেই অনশনে বসার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।এদিন সেই অনশনই তুলে নিলেন ।
2017-06-11

