BRAKING NEWS

টেট পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবীতে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ টেট পরীক্ষার সময়সীমা বাড়ানোর দাবীতে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিলেন বিএড

শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সরকারী আবাসনে বিএড পাঠরত ছাত্রছাত্রীরা৷ ছবি নিজস্ব৷

পাঠরত ছাত্রছাত্রীরা৷ এই দাবী নিয়ে শিক্ষামন্ত্রী আগামীদিনে ভেবে দেখার আশ্বাস দিয়েছেন৷ তবে সোমবার সকালে আচমকা শিক্ষমন্ত্রীর সরকারী আবাসনের সামনে বিএড পাঠরত ছাত্রছাত্রীদের ভীড় এবং ডেপুটেশনের বিষয়টিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনকে রীতিমতো অনেকটাই ঝামেলায় পড়তে হয়েছে৷
সংবাদে প্রকাশ, এদিন সকালে আচমকা সত্তর আশিজন যুবক যুবতী শিক্ষমন্ত্রী তপন চক্রবর্তীর বাড়ির সামনে হাজির হন৷ তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল টেট পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে৷ অত্যন্ত ক্ষুব্ধ ঢংয়ে ছিলেন তারা৷ সেখানে উপস্থিত পুলিশ ও নিরাপত্তা কর্মীরা সাথে সাথেই ব্যারিকেট দিয়ে দেন মন্ত্রীর বাড়ির সামনে৷ নিরাপত্তা কর্মীদের বক্তব্য তাদের কাছে এমন কোন তথ্য নেই যে কেউ এদিন মন্ত্রীর কাছে ডেপুটেশনে মিলিত হবে৷ এনিয়ে সেখানে কিছু বাক বিতন্ডা হয় ঐ যুবক যুবতীদের সাথে নিরাপত্তা কর্মীদের৷ পরে অবশ্য পরিস্কার হয়ে যায় যে সেখানে উপস্থিত যুবক যুবতীরা বিএড পাঠরত ছাত্রছাত্রী৷ তারা শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সাথে সাক্ষাৎ করে দাবী সনদ তুলে দেবেন৷
তাদের দাবী হচ্ছে তারা প্রত্যেকেই বিএড কোর্সের চতুর্থ সেমিস্টারে পাঠরত৷ টিআরবিটি সম্প্রতি টেট পরীক্ষার যে নির্ঘন্ট ঘোষণা করে বিজ্ঞপ্তি জারী করেছে তার সময়সীমা আরও বাড়াতে হবে৷ কারণ তারা পাঠরত৷ তাদের কোর্স শেষ হতে আরও কিছু সময় বাকি৷ যদি এখনই টেট পরীক্ষা হয়ে যায় তাহলে তারা পরীক্ষায় বসতে পারবেন না৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেছেন তারা৷ পরে এই দাবী নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে সরকারী আবাসনে এক প্রতিনিধিল দেখা করেন৷ তাদের দাবী সনদ পেশ করার সময় শিক্ষামন্ত্রীর সাথে ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা এবং টিআরবিটির পরীক্ষা নিয়ামক প্রত্যষ রঞ্জন দেব৷ মন্ত্রী ছাত্রছাত্রীদের দাবী শোনার পর আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে তিনি কিছু একটা ব্যবস্থা নেবেন৷ এই আশ্বাস নিয়েই বিএড পাঠরত ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর আবাসন থেকে ফিরে আসেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *