নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ আনোয়ারা চৌধুরীর হত্যাকান্ডের সঙ্গে যুক্তদের গ্রেফতার করার দাবীতে আন্দোলন
করতে গিয়ে জটিল মামলায় ফেঁসে যাওয়া তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা রবিবার গান্ধী মূর্তি পাদদেশে মৌন অবস্থান সংগঠিত করেছে৷ গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বিধানসভায় প্রবেশ করতে দেয়নি ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা৷ তারা মুখ্যমন্ত্রীকে কালো পতাকাওে দেখায়৷ এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীেেদর ধস্তাধস্তি হয়৷ পরবর্তী সময় কতিপয় মহিলা পুলিশ কর্মী তাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে৷ এর প্রতিবাদে আজ বেলা ১২টায় গান্ধী মূর্তির পাদদেশে মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান সংগঠিত করে তৃণমূল ছাত্র পরিষদ৷ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভিকি প্রসাদ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ একেই সঙ্গে আনোয়ারা চৌধুরীর হত্যাকান্ডের সঙ্গে যুক্ত সকলকে গ্রেফতার না করা হলে পরিষদ রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করবে৷