নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৮ মে৷৷ আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক মহিলা ও তার দুই সন্তানের৷ ঘটনাটি ঘটেছে বিলোনীয়া থানাধীন পূর্ব সারাসিমা এলাকায়৷ জানা গেছে, রবিবার রাত পৌণে নয়টা নাগাদ সারাসীমার ধ্রুব দেবনাথের মাটির ঘরে আগুন লাগে৷ ঘরে পেট্রোল রাখা ছিল৷ এলাকায় বিদ্যুৎ না থাকায় হ্যারিকেন জ্বালানো ছিল ঘরে৷ ধারণা করা হচ্ছে, হ্যারিকেন থেকেই আগুনের সূত্রপাত৷ এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় ধ্রুব দেবনাথের মেয়ে সুইটি দেবনাথ (৯) এবং ছেলে সৌরভ দেবনাথ (২) ঘরের ভিতরেই ছিল৷ আগুন লেগেছে দেখতে পেয়ে ছেলে ও মেয়েকে ঘরের ভেতর থেকে উদ্ধার করতে ছুটে যান ধ্রুব দেবনাথের স্ত্রী গৌরী দেবনাথ৷ কিন্তু, আগুনের লেলিহান শিখা এতটাই বেড়ে গিয়েছিল যে ঘরের ভিতর থেকে তারা কেউই বেরিয়ে আসতে পারেননি৷ আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছিলেন ধ্রুব দেবনাথ সহ পরিবারের অন্যান্য সদস্যরা৷ কিন্তু, ঘরের ভিতর আগুন এটতাই ছড়িয়ে পড়েছিল যে তাদের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়ে উঠেনি৷ এদিকে, আগুন লাগার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে৷ কিন্তু, আগুন আয়ত্বে আনতে দমকল বাহিনীকেও প্রচন্ড বেগ পেতে হয়েছে৷
ধারণা করা হচ্ছে, পেট্রোলের কারণে আগুন সহজে আয়ত্বে আনা যাচ্ছিল না৷ এদিকে অগ্ণিকান্ডের খবর পেয়ে পদস্থ পুলিশ আধিকারীকরাও ঘটনাস্থলে ছুটে যান৷ দীর্ঘসময় চেষ্টার পর আগুন কিছুটা আয়ত্বে আনা সম্ভব হয়৷ কিন্তু, ততক্ষনে ঘরের ভিতরে অগ্ণিদগ্দ হয়ে গৌরী দেবনাথ ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে৷
অগ্ণিদগ্দ হয়ে তিনজনের মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান৷ এই অগ্ণিকান্ডে পাশ্ববর্তী বাড়িঘরে কোন ক্ষয়ক্ষতি হয়নি৷ কিন্তু, দুই সন্তান সহ গৌরী দেবনাথের অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ দমকল বাহিনীর কর্মীরা মৃতদেহগুলি উদ্ধার করে বিলোনীয়া হাসপাতালে নিয়ে যান৷ মৃতদেহগুলি হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে৷