নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ সিধাই মোহনপুরে এমএলএ পাড়া থেকে পিস্তল সহ ধৃত রাজেশ দাস (১৮) কে বৃহস্পতিবার পুলিশ আদালতে সোপর্দ করে৷ পুলিশের তরফ থেকে আদালতে রিমান্ডের আর্জি জানানো হয়েছিল৷ বিচারক ধৃত রাজেশ দাসকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন৷
সংবাদে প্রকাশ, গোপন সূত্রের ভিত্তিতে সিধাই থানা, লেফুঙ্গা থানা, মোহনপুর মহকুমা পুলিশ আধিকারীক, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম অভিযান চালায় এমএলএ পাড়ায়৷ সেখান থেকে আগ্ণেয়াস্ত্র কারবারি রাজেশ দাসকে ৯ এম এম পিস্তল সহ গ্রেপ্তার করা হয়৷ বুধবার দুপুর ১২ টা নাগাদ পুলিশের সেই টিমটি ওঁত পেতে বসলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখনই তাকে গ্রেপ্তার করা হয়৷ সিধাই থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, অভিযুক্ত রাজেশ দাস গাঁজা ব্যবসায়ী এবং বাংলাদেশের সাথে আগ্ণেয়াস্ত্র চোরাচালানের সাথে জড়িত৷
2017-05-26

