নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নতুন করে মানহানির মামলা দায়ের করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| আদালতে মামলা চলাকালে কেজরির আইনজীবী জেটলিকে জালিয়াত বলায় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন জেটলি| এর আগেও কেজরির বিরুদ্ধে ১০ কোটির মানহানির মামলা করেছেন জেটলি| সেই মামলা নিস্পত্তি হওয়ার আগেই ফের মানহানি মামলায় ফাঁসলেন আপ সুপ্রিমো|
২০১৫ সালে দিল্লির কুর্সিতে বসেই জেটলির বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন কেজরিওয়াল| ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনএর সভাপতি থাকাকালীন কোটি কোটি টাকা হাতিয়েছেন বলে দাবি করেন| যারপর ওই বছরই ডিসেম্বর মাসে দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক আপ নেতার নামে মানহানির মামলা দায়ের করেন জেটলি| বর্তমানে সেটির শুনানি চলছে|
এই মামলা শুনানিতেই গত সপ্তাহে দিল্লি হাইকোর্টে জেটলিকে জালিয়াত বলে উল্লেখ করেছিলেন কেজরিওয়ালের আইনজীবী রাম জেঠমালানি| তাতে আদালত কক্ষেই মেজাজ হারান কেন্দ্রীয় অর্থমন্ত্রী| বিশেষ কারও নির্দেশে ওই শব্দের ব্যবহার করেছেন কিনা জেঠমালানির কাছে তা জানতে চান রেজিস্ট্রার দীপালি শর্মা| জবাবে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম নেন তিনি| তারপরই নতুন করে মামলা ঠুকেছেন জেটলি|
জেটলির আইনজীবী মানিক ডোগরা জানিয়েছেন, আগের মামলাটির শুনানির সময় অরুণ জেটলির বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন জেঠমালানি| তাই ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নতুন করে মামলা ঠুকেছি আমরা| পুরানো মামলার পাশাপাশি নতুন মামলাটির আলাদা করে শুনানি হবে|
যদিও কেজরিওয়ালের অপর আইনজীবী অনুপম শ্রীবাস্তব অভিযোগ অস্বীকার করে দাবি করেন কেজরিওয়াল এমন কোনও নির্দেশ দেননি |-