রায়পুর, ১৯ মে (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধু্যষিত সুকমা জেলায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে গুরুতর জখম হলেন দু’জন সিআরপিএফ জওয়ান| শুক্রবার সকালে আইইডি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সুকমা জেলার কেরলাপাল থানার অন্তর্গত জঙ্গলে| ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (দান্তেওয়াড়া রেঞ্জ) সুন্দররাজ পি জানিয়েছেন, শুক্রবার সকালে কেরলাপাল থানার অন্তর্গত জঙ্গলে মাওবাদী দমন অভিযানে বেরোন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা|
মাওবাদী দমন অভিযান চলাকালীন পারিয়া গ্রামের কাছে আইইডি বিস্ফোরণে জখম হয়েছেন দু’জন সিআরপিএফ জওয়ান| ডিআইজি জানিয়েছেন, জখম জওয়ানদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| এই ঘটনার পরই গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী| উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সুকমা জেলার ৱুরকাপাল গ্রামের কাছে ভয়ঙ্কর মাওবাদী হামলায় মৃতু্য হয় ২৫ সিআরপিএফ জওয়ানের| জখম হন অন্তত ৭ জন|