মুম্বই, ১৮ মে (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী রীমা লাগু| ৱুকে ব্যথা অনুভব করায় ৱুধবার রাতে তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলা বেন ধীরুভাই আম্বানি হাসপাতালে| সেখানেই বৃহস্পতিবার ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ জীবনাবসান হয় তাঁর| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর| হাসপাতালের এগজিকিউটিভ ডিরেক্টর রাম নারায়ণ জানিয়েছেন, ‘রীমা লাগু সম্পূর্ণ সুস্থ ছিলেন| কোনও শারীরিক সমস্যা ছিল না| তাঁর আচমকা মৃতু্য খুবই দুভার্গ্যজনক|’ প্রিয় অভিনেত্রীর মৃতু্যতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে|
ভারতীয় চলচ্চিত্রে অত্যন্ত পরিচিত একটি নাম হল রীমা লাগু| বলিউডে অসংখ্য সিনেমার পাশাপাশি মারাঠি ছবিতেও কাজ করেছেন রীমা লাগু| ১৯৭০ সালে তাঁর কেরিয়ারের শুরু| আটের দশকের শুরুর দিক থেকে থিয়েটারের পাশাপাশি কাজ করতে থাকেন হিন্দি ও মারাঠি ছবিতে| টেলিভিশনে প্রথম তাঁকে দেখা গিয়েছিল ১৯৮৫ সালে| দূরদর্শনের ধারাবাহিক ‘খানদান’-এ| মায়ের ভূমিকায় প্রশংসা অর্জন করতে থাকেন রীমা লাগু| ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘দিল্লাগি’, ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়’, ‘বাস্তব’-সহ বহু ছবিতে কাজ করেছেন রীমা লাগু| বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার দর্শকদেরও পছন্দের অভিনেত্রী ছিলেন তিনি| তাঁর অভিনীত ‘তু তু ম্যায় ম্যায়’ এবং ‘শ্রীমান শ্রীমতি’ টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ছিল| শেষ তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল স্টার প্লাসের ধারাবাহিক ‘নামকরণ’-এ|