BRAKING NEWS

আনোয়ার মৃত্য নিয়ে স্বাস্থ্য অধিকর্তার বক্তব্যে বিস্ময়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আনোয়ারা ছাত্র সমাজের এক প্রতিনিধি দল জিবি হাসপাতালের চিকিৎসক শ্যাম সুন্দর সাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয়৷ ডেপুটেশনের মাধ্যমে জানতে চাওয়া হয় আনোয়ারা মৃত্যুকান্ডের সাথে জড়িত চিকিৎসকের বিরুদ্ধে দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করেছে৷ এবং আগামীদিনে কি শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে৷
স্বাস্থ্য অধিকর্তার কথাবার্তায় আনোয়ারা ছাত্র সমাজ অত্যন্ত বিস্মিত হয়েছে৷ স্বাস্থ্য অধিকর্তা জানান, তিনি নাকি এই বিষয়ে অবগত হননি যে কোন রকম চিকিৎসায় গাফিলতিতে আনোয়ারার মৃত্যু হয়েছে৷ ডেপুটেশনে যাবার পর ছাত্র সমাজের অভিযোগপত্র ও দাবী সনদ দেখার পর তিনি বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন৷ তিনি জানান, আগামী ১৫-২০ দিনের মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে ছাত্র সমাজের প্রতিনিধিদের লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *