BRAKING NEWS

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, রোহতকে তরুণীকে গণধর্ষণ করে খুন করল দুষ্কৃতীরা

রোহতক, ১৩ মে (হি.স.): বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে গণধর্ষণ করে খুন করল দুষ্কৃতীরা| তাণ্ডব এখানেই থামেনি, ছিন্নভিন্ন অবস্থায় তরুণীর দেহ ফেলে রেখে চম্পট দেয়ে দুষ্কৃতীরা| নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছে, চলতি মাসের  ৯ তারিখ ওই তরুণীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে| পরে রোহতকের শিল্পাঞ্চল থেকে ছিন্নভিন্ন অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ|তরুণীর পরিবার সূত্রের খবর, গত এক বছর ধরে তঁাদের মেয়েকে উত্যক্ত করছিল প্রতিবেশি এক যুবক| সম্প্রতি বিয়ের প্রস্তাবও দেয় সে| তাতে রাজি না হলে সপ্তাহখানেক পর পাঁচ সাঙ্গপাঙ্গদের নিয়ে তরুণীর বাড়িতে হাজির হয় ওই যুবক| কথা কাটাকাটি শুরু হলে তাকে এক চড় কষিয়ে দেন নির্যাতিতা| অভিযোগ, প্রতিশোধ নিতে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ওই যুবক এবং তার সাঙ্গপাঙ্গরা| শিল্পাঞ্চল সংলগ্ন ফাঁকা জায়গায় তাঁকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা| গণধর্ষণের পর ধারাল অস্ত্র দিয়ে তাঁর দেহ ছিন্নভিন্ন করে| এরপর একটি বেসরকারি সংস্থার ফটকের সামনে দেহটি ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা| খবর পেয়ে পরে দেহটি উদ্ধার করে পুলিশ| ময়নাদতন্তে গণধর্ষণ প্রমাণিত হয়েছে| নক্ক্যারজনক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *