BRAKING NEWS

বিএসএফ-এর কাছে আত্মসমর্পণ জিএনএলএ-র দুর্ধর্ষ ক্যাডারের

তুরা (মেঘালয়), ১৩ মে (হি.স.) : মেঘালয়ের প্রথমসারির জঙ্গি সংগঠন গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ)-র এক ক্যাডার বিএসএফ-এর কাছে আত্মসমর্পণ করেছে| আত্মসমর্পণকারীর পরিচয় ডোতলিং ওরফে মারুস সি মারাক বলে জানা গেছে|

এই তথ্য দিয়ে বিএসএফ-এর ২০ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট সাংকাথা প্রসাদ জানিয়েছেন, নিরাপত্তাবাহিনীর অত্যধিক চাপে বাধ্য হয়ে দিন-কয়েক আগে জিএনএলএ-র সক্রিয় তথা সশস্ত্র বাহিনীর দুর্ধর্ষ ক্যাডার ২৬ বছরের ডোতলিং আত্মসমর্পণ করার ইচ্ছে প্রকাশ করে এক বার্তা পাঠায়| পরবর্তীতে বিএসএফ-এর পক্ষ থেকে দক্ষিণ গারোপাহাড় জেলার গাসুপাড়া অঞ্চলের বাঘমারা থানার তেলেখাই গ্রামের বাসিন্দা জনিনচন্দ্র মারাক (৫২)-এর ছেলে ডোতলিংকে দিনক্ষণ জানিয়ে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়| সে অনুয়ায়ী শুক্রবার বিকেলে সে তুরার দোবাসিপাড়ায় বিএসএফ ক্যাম্পে এসে আত্মসমর্পণ করে|

জঙ্গি ডোতলিঙের উদ্ধৃতি দিয়ে বিএসএফ কমান্ডেন্ট জানান, প্রথমে ২০১২ সালে সে মেঘালয়ের এএনভিসি (বি) জঙ্গি সংগঠনে ভরতি হয়ে সিলেটের (বাংলাদেশ) শেরপুর জেলার জিনাইঘাটি থানার গোপন ডেরায় একে সিরিজের রাইফেল, পিস্তল ইত্যাদি আগ্নেয়াস্ত্র চালনার প্রশিক্ষণ নেয়| তাছাড়া জঙ্গি কার্যকলাপের উপযুক্ত শারীরিক, কৌশল, সামরিক প্রশিক্ষণও সে নিয়েছে| এএনভিসি (বি)-র ৬ নম্বর ব্যাচের ক্যাডার ছিল ডোতলিং| এর পর ২০১৪ সালের ডিসেম্বরে জিএনএলএ-র বাদেচন্দ্র মারাক, জাকসুর সঙ্গে দেখা হয় তার| তাদের পরামর্শে এএনভিসি (বি)-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০১৫ সালের মার্চে সে জিএনএলএ-তে ভরতি হয়ে যায়| তখন থেকে সংগঠনের সামরিক বাহিনীর সক্রিয় সেনা হিসেবে জঙ্গিপনার কাজ চালিয়ে যাচ্ছিল| তার স্বীকারোক্তিতে সে নাকি জানিয়েছে, অস্ত্র, আনুষঙ্গিক সরঞ্জাম এবং ছদ্মবেশী পোশাক ইত্যাদি বাংলাদেশের নাগরিক ডিপন আর মার্ক এবং ফিলিপই জিএনএলএ ক্যাডারদের কাছে সরবরাহ করত|

বিএসএফ-এর কমান্ডেন্ট আরও জানান, কুখ্যাত ট্রান্স-সীমান্ত অপরাধী রুপন খাগড়া, ভেভেয়া সাংমা, নির্মল আর মারাক, সঞ্জয় সাংমা, নীলসং ডি সাংমা এবং ফিস্তো সাংমার সঙ্গে ডোতলিং ওরফে মারুস সি মারাকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল| এরা নানা ধরনের সীমান্ত অপরাধ যেমন অপহরণ, রাহাজানি, ডালুর ৬২ নম্বর জাতীয় সড়কে সংঘটিত ডাকাতি-লুটপাট ইত্যাদির সঙ্গে জড়িত| এরাই স্পেশাল বাংলা টাইগার ফোর্স নামে কুখ্যাত এক সংগঠনের জন্ম দিয়ে বাংলাদেশে খুন-রাহাজানি করে থাকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *