নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ এপ্রিল৷৷ গৃহবধূর সাথে ফস্টিনস্টি করার সময় এলাকাবাসী পাকড়াও করল এক কমরেডকে৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অধীন প্রভুরামপুরে শনিবার৷ স্বামীর অবর্তমানে দুই সন্তানের জননী আনোয়ারা বেগম (২৯)কে দুই সন্তানের বিতা কমরেড লোকমান হোসেন (৪২) কে রাত দশটায় এলাকার জনগণ আপত্তিজনক অবস্থায় আটক করে৷ দিশাহারা হয়ে কমরেড লোকমান তাদের হাতে পায়ে ধরে এবং বলে আর কোন দিন একাজ করবে না৷ কিন্তু এলাকার বাসিন্দা তহিদূল হোসেন দুই পরিবারের জীবনের কথা ভেবে সমস্ত বিষয় আনোয়ারার স্বামী হোসেন মিয়া (৩৫) এর কাছে খুলে বলে৷ দুই সন্তান ও দুই পরিবারের কথা ভেবে কমরেড লোকমানকে বোঝানোর চেষ্টা করা হয়৷ কিন্তু প্রেমে পাগল দুই সন্তানের পিতা কোন কিছু মানতে নারাজ৷ ঐ গৃহবূকে বিয়ে করবে বলে হোসেন মিয়াকে হুমকি দেয় বলে অভিযোগ৷ বাধ্য হয়ে হোসেন মিয়া তার শ্বশুর বাড়ীর লোকদেরকে সমস্ত ঘটনা খুলে বলে৷ শ্বশুরবাড়ির লোকেরা আনোয়ারাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু, বেকে বসে কমরেডবাবু৷ তাদের পথের কাটা হয়ে না দাঁড়ানোর ভয় দেখাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ দীর্ঘ সাত বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে৷ কিন্তু, কমরেড বলে কথা৷ এলাকাবাসীরা তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছে না৷ এলাকার পরিবেশের কথা চিন্তা করে তারা কয়েকদিনের মধ্যে একটি সালিশি সভা করবে বলে জানা যায়৷ আনোয়ারা স্থানীয় অঙ্গনওয়াড়ী কর্মীর বলে জানা গিয়েছে৷ হোসেন মিয়া ভয়ে এখন বাড়িঘর ছাড়া৷ এলাকাবাসীর বক্তব্য চারিত্রিক অধঃপতন লোকমানকে কিভাবে শাসক দলের সদস্যপদ দিল সেই বিষয় নিয়ে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে৷
2017-05-01