BRAKING NEWS

কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসে আইনজীবীরা প্রত্যাহার করলেন পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ রাজ্য এবং জাতীয় স্তরে আইনজীবীদের সমস্ত সংগঠনের সাথে আলোচনা ছাড়া আইনজীবী আইনে কোন সংশোধন আনা হবে না৷ কেন্দ্রীয় আইন মন্ত্রীর প্রতিশ্রুতির ভিত্তিতে বার কাউন্সিল ইন্ডিয়া আন্দোলন স্থগিত ঘোষণা করেছে৷ সে মোতাবেক রাজ্যেও বার কাউন্সিল অব ত্রিপুরা আগামী ২৪ এপ্রিল থেকে সমস্ত আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করেছে৷
এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গত ২১ এপ্রিল বার কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান মানন কুমার মিশ্রার নেতৃত্বে এক প্রতিনিধি দল কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের সাথে সাক্ষাত করেন৷ প্রতিনিধি দলের সাথে ছিলেন দিল্লি বার কাউন্সিল, দিল্লি হাইকোর্ট বার এসোসিয়েশন এবং জেলা বার এসোসিয়েশনের সদস্যরাও৷ প্রতিনিধিদলের সদস্যদের কেন্দ্রীয় আইন মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন আইন কমিশনের ২৬৬তম রিপোর্টের ভিত্তিতে আইনজীবী আইন ১৯৬১ সংশোধনের ক্ষেত্রে সকলের সাথে আলোচনা করবে কেন্দ্রীয় সরকার৷ তারপরই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ কেন্দ্রীয় আইন মন্ত্রী জানিয়েছেন, আইন কমিশন একটি স্বয়ংশাসিত সংস্থা, তারা তাঁদের রিপোর্ট কেন্দ্রের কাছে দাখিল করেছে৷ ঐ রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা এবং সকল অংশের মতামত নিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে, আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী৷
এই আশ্বাসের ভিত্তিতে বার কাউন্সিল অব ইন্ডিয়া আগামী ২ মে আন্দোলন কর্মসূচী প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ এরই ভিত্তিতে, বার কাউন্সিল অব ত্রিপুরাও রাজ্যে সমস্ত আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করেছে বলে জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *