BRAKING NEWS

প্রতিবেশী ব্যক্তির লালসায় গর্ভবতী বিধবা সালিশিতে অসন্তুষ্ট হয়ে গেলেন থানায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ এপ্রিল৷৷ দুই সন্তানের জননী বিধবার অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্ষণ করল প্রতিবেশী এক ব্যক্তি৷ তাতে ঐ মহিলা গর্ভবতী হয় এবং লোক লজ্জার ভয়ে মহিলা গর্ভপাতও করেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে খোয়াইয়ের চেবরী এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ সংবাদে প্রকাশ, ২০০০ সালে উত্তর চেবরী গ্রাম পঞ্চায়েত এলকার জনৈক ব্যক্তিকে জঙ্গীরা অপহরণ করে নিয়ে গিয়েছিল৷ এরপর থেকে স্বামী হারা বিধবা দুই সন্তানকে নিয়ে জীবনযাপন করছিলেন৷ কিন্তু, মহিলার একাকীত্বের সুযোগ নিয়ে আট মাস পূর্বে মহিলাকে ধর্ষণ করে রসময় রুদ্রপাল নামে এক ব্যক্তি৷ সেইদিন রাত আনুমানিক নয়টা নাগাদ মহিলার ঘরে প্রবেশ করে এবং মুখে চাপা দিয়ে ধর্ষণ করে৷ ধর্ষণের পর মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল রসময়৷ লোকলজ্জা বেং প্রাণের ভয়ে মহিলা ঘটনাটি চাপা দিলেও সাত মাস পর তিনি বুঝতে পারেন যে তিনি গর্ভবতী৷ গত ২২ ফেব্রুয়ারী মহিলা গর্ভবতী কি না তা নিশ্চিত করতে জনৈক ডাক্তারের দ্বারস্থ হন৷ তেলিয়ামুড়ায় একটি প্যাথলজিতে আল্ট্রা সোনোগ্রাফী করানোর পর ডাক্তারবাবু নিশ্চিত করেন যে তিনি ছয়-সাত মাসের গর্ভবতী৷ ঘটনাটি ঐ মহিলা রসময়কে জানান৷ তখনও মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় যদি তা প্রকাশ্যে নিয়ে আসা হয়৷ মহিলাকে ১৩ হাজার টাকাও দিয়েছে রসময়  গর্ভপাত করানোর জন্য৷ সেই মোতাবেক সাত এপ্রিল তেলিয়ামুড়া হাসপাতালে ঐ বিধবা মহিলা গর্ভপাত করেন৷ এদিকে গোটা ঘটনা জানিয়ে ২০ এপ্রিল উত্তর চেবরী গ্রাম পঞ্চায়েতের সুবিচারের জন্য দ্বারস্থ হন বিধবা৷ সেই মোতাবেক ২৩ এপ্রিল পঞ্চায়েতে বসে গ্রাম্য সালিশি সভা৷ সালিশি সভায় অনুপস্থিত ছিলেন রসময় রুদ্রপাল৷ তাই সভায় কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে ঐ বিধবা মহিলা খোয়াই থানার দ্বারস্থ হন৷ রসময় রুদ্রপালের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে৷ এখনও পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই৷ এলাকার জন্য ঐ মহিলার পক্ষ নিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LOKSABHA ELECTION 2024

Party Wise Results Status

PartyWonLeadingTotal
Bharatiya Janata Party - BJP2400240
Indian National Congress - INC99099
Janata Dal (Secular) - JD(S)202
Samajwadi Party - SP37037
Telugu Desam - TDP16016
Shiv Sena (Uddhav Balasaheb Thackrey) - SHSUBT909
Communist Party of India (Marxist) - CPI(M)404
Aam Aadmi Party - AAAP303
Hindustani Awam Morcha (Secular) - HAMS101
Nationalist Congress Party - NCP101
Voice of the People Party - VOTPP101
Sikkim Krantikari Morcha - SKM101
Aazad Samaj Party (Kanshi Ram) - ASPKR101
All India Trinamool Congress - AITC29029
Dravida Munnetra Kazhagam - DMK22022
Janata Dal (United) - JD(U)12012
Nationalist Congress Party – Sharadchandra Pawar - NCPSP808
Shiv Sena - SHS707
Lok Janshakti Party(Ram Vilas) - LJPRV505
Yuvajana Sramika Rythu Congress Party - YSRCP404
Rashtriya Janata Dal - RJD404
Indian Union Muslim League - IUML303
Jharkhand Mukti Morcha - JMM303
Janasena Party - JnP202
Communist Party of India (Marxist-Leninist) (Liberation) - CPI(ML)(L)202
Viduthalai Chiruthaigal Katchi - VCK202
Communist Party of India - CPI202
Rashtriya Lok Dal - RLD202
Jammu & Kashmir National Conference - JKN202
United People’s Party, Liberal - UPPL101
Asom Gana Parishad - AGP101
Kerala Congress - KEC101
Revolutionary Socialist Party - RSP101
Zoram People’s Movement - ZPM101
Biju Janata Dal - BJD101
Shiromani Akali Dal - SAD101
Rashtriya Loktantrik Party - RLTP101
Bharat Adivasi Party - BHRTADVSIP101
Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK101
Apna Dal (Soneylal) - ADAL101
AJSU Party - AJSUP101
All India Majlis-E-Ittehadul Muslimeen - AIMIM101
Independent - IND707
Total5430543