বিলোনীয়ায় বিজেপির সভায় রাজ্য সরকারকে বিধঁলেন রূপা গাঙ্গুলী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২০ এপ্রিল৷৷ বাদল চৌধুরীর নির্বাচনী কেন্দ্রেও বিজেপি হানা দিল৷ শুধু হানা দিয়েই থেমে নেই

বৃহস্পতিবার বিলোনীয়ায় জনসভায় বক্তব্য রাখছেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি৷ নিজস্ব ছবি৷

বিজেপি৷ রীতিমতো শাসক দলে ভাঙন ধরিয়ে দিয়েছে৷ সিপিএম সহ বিভিন্ন দল ছেড়ে সাড়ে সাতশ ভোটার বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন৷ মূলত বৃহস্পতিবার বিজেপির উদ্যোগে বিলোনীয়া পুরাতন মোটরস্ট্যান্ডে হয় পরিবর্তন সমাবেশ৷ এই সমাবেশেই দলবদলের সমারোহ হয়৷
সমাবেশের আগে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ পুরাতন মোটরস্ট্যান্ডে সমাবেশ বক্তব্য রাখেন বিজেপির সাংসদ রূপা গাঙ্গুলী৷ তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বাধীনতার সত্তর বছর পরও ত্রিপুরায় কেন্দ্রীয় সরকারের অর্থে শৌচালয় হচ্ছে৷ ঘর নির্মাণ করতে হচ্ছে৷ ২৪ বছরের বাম শাসনে এরাজ্যের মানুষের জীবনযাত্রার যতটা মানোন্নয়ন হওয়া প্রয়োজন ছিল তা হয়নি৷ কেন্দ্রীয় সরকার দুই হাত ভরে টাকা দিচ্ছে৷ রাজ্য সরকার সেই টাকার সঠিক ব্যবহার করছে না বলে রূপা গাঙ্গুলী অভিযোগ করেছেন৷ তিনি আরও বলেন, কেন্দ্রের মোদি সরকার আসার পর গোটা দেশের গরীব অংশের জনগণের আর্থ সামাজিক মানোন্নয়নের জন্য একের পর এক প্রকল্প গ্রহণ করছে৷ আর এরাজ্যের বামফ্রন্ট সরকার সকল অংশের জনগণকে বঞ্চিত করছেন৷ চাকুরী নিয়ে দলবাজী, স্বজন পোষণ, অনিয়মের আশ্রয় নিয়ে চলেছে এই সরকার৷ তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে এরাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হবে৷ এদিকে, সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলের রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, বিজেপি ক্ষমতায় এসে তিন মাসের মধ্যে সপ্তম পে কমিশন মোতাবেক রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি প্রদান করবে৷ ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে৷ প্রসঙ্গত, এদিন বিজেপির পরিবর্তন সমাবেশে লোক সমাগম দেখে শাসক দলের স্থানীয় নেতাদের কপালে চিন্তার ভাজ পড়েছে বলে রাজনৈতিক মহলের বক্তব্য৷