বাংলাদেশে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ, আজ দিল্লিতে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ ত্রিপুরা থেকে বাংলাদেশকে আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির চুক্তি সোমবার স্বাক্ষরিত হবে৷ এই মর্মে এনটিপিসি’র অধীনস্থ বিদ্যুৎ ব্যাপার নিগমের সাথে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চুক্তি স্বাক্ষর হবে৷ আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরে যাবেন৷ যাওয়ার আগেই এই চুক্তিটিও করে যাবেন তিনি৷
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷ এই ৫০০ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ৬০ মেগাওয়াট ত্রিপুরা থেকে রপ্তানি করা হবে৷
বর্তমানে ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে৷ ২০১৬ সালের ২৩ মার্চ দু’দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভিডিও কনফারেন্সংয়ে ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল৷ সূর্যমণিনগর পাওয়ার গ্রিড স্টেশন থেকে বাংলাদেশের দক্ষিণ কুমিল্লা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে৷ এখন এই লাইনেই আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হবে৷
গত ফেব্রুয়ারীতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে’র বাংলাদেশ সফরকালে সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা থেকে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার বিষয়টি আলোচনা হয়৷ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আরো ১০০ মেগাওয়াট দিতে কোন আপত্তি নেই সে কথা জানিয়েছিলেন৷ এরপর দু’দেশের মধ্যে আলোচনায় স্থির হয় বাংলাদেশ ত্রিপুরা থেকে আরো বিদ্যুৎ নেবে৷ কিন্তু, দক্ষিণ কুমিল্লা গ্রিডের ক্ষমতা কম থাকায় এবং প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে আপাতত বাংলাদেশ ৬০ মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা থেকে নেবে বলে সিদ্ধান্ত হয়৷ সে মোতাবেক গতকাল প্রধানমন্ত্রীও বাংলাদেশকে আরো বিদ্যুৎ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন৷ তাই আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার আগে ভারত থেকে আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার চুক্তি করে যাবেন৷