নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ এপ্রিল৷৷ অটো চুরি করে নিয়ে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গণধোলাই খেল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরে রবিবার দুপুরে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ সংবাদে প্রকাশ, উদয়পুর শহরের কয়লার মাঠ এলাকা থেকে টিআর-০৩-এ-৩৪৩৮ নম্বরের একটি অটো চুরি করে নিয়ে যায় শহরের লোকনাথ আশ্রম রোডের সুকান্ত দেবনাথ৷ সুকান্ত অটোটি চুরি করে নিয়ে গিয়ে নম্বর প্লেট পাল্টে নতুন নম্বর লাগিয়ে দেয়ে৷
এদিকে অটোর সন্ধানে শহরের বিভিন্ন মোটর স্ট্যান্ডে তল্লাসী চালাতে থাকেন অটোর মালিক রুবেল দেব ও তাঁর বাবা চন্দন দেব৷ শহরের মধ্যে আচমকা দেখতে পান তাদের অটোটি৷ সঙ্গে সঙ্গেই অটোটি আটক করতে চাইলে চালক তথা চোর সুকান্ত অটো নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে৷ সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত অন্যান্য অটো চালকরা সুকান্তকে আটক করে৷ তাকে গণধোলাই দেওয়া হয়৷ পরে খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুকান্তকে গ্রেপ্তার করেছে৷ আগামীকাল আদালতে তুলা হবে৷
2017-04-10

