BRAKING NEWS

ছাওমনুতে পরিত্যাক্ত কুয়া থেকে বল তুলতে গিয়ে তিন কিশোরের মৃত্যু বিষাক্ত গ্যাসে

নিজস্ব প্রতিনিধি, ছাওমনু, ৮ এপ্রিল৷৷ ফুটবল তুলতে পরিত্যক্ত কুয়াতে নেমে একে একে তিনটি যুবকের মৃত্যু হয়েছে৷ আরেক

রাত দশটা নাগাদ তিন কিশোরের মৃতদেহ পরিত্যাক্ত কুয়ো থেকে তোলা হয়৷ ছবি নিজস্ব৷

যুবক গুরুতর অসুস্থ হয়ে ছামনু হাসপাতালে ভর্তি৷ শনিবার ধলাই জেলার ছামনু থানাধীন মনুসেন কারবারী পাড়ায় পদ্মরায় কে পি জেবি সুকল মাঠে কয়েকজন যুবক ফুটবল খেলছিলেন৷ হঠাৎ ফুটবল সুকলের পরিত্যাক্ত কূয়োতে পড়ে যায়৷ তাতে, তাদের এক যুবক কুয়া তে নেমে ফুটবল তুলতে গেলে অসুস্থতা অনুভব করে সে উঠে আসে৷ এরপর একে একে তিনটি যুবক ফুটবল তুলতে কুয়াতে নেমে আর উঠে আসেনি৷ প্রত্যক্ষদর্শী জানিয়েছে, হাদুজয় আসলং(১৫), ফরেন্দ্র ত্রিপুরা(২১) এবং রঞ্জিত কুমার ত্রিপুরা(২৫) ফুটবল তুলতে কূয়োতে নামে, কিন্তু তারা কেউ আর উঠে আসেনি৷ ঐ প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথমে একজন ফুটবল তুলতে কুয়া নামার পর অসুস্থতা বোধ করে সে উঠে আসে৷ এরপর হাদুজয় আসলং কুয়াতে নামে৷ কিন্তু, সে উঠে আসছে না দেখে ফরেন্দ্র ত্রিপুরা কূয়োতে নামে৷ সেও উঠে আসছে না দেখে অপর আরেক যুবক রঞ্জিত কুমার ত্রিপুরা কুয়াতে নামে৷ একে একে তিনজন কুয়াতে নামলেও কেউ উঠে আসছে দেখে তাদের মধ্যে অপর এক যুবক কুয়াতে নামতে গেলে স্থানীয় এক মহিলা দেখে তাকে বকা দেন৷ তখনই জানা যায় যে, ইতিমধ্যে তিনজন যুবক কুয়াতে নেমেছে, কিন্তু কেউ উঠে আসছে না৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ছামনু থানা এবং দমকল বাহিনীকে৷ কিন্তু, তারাও ঘটনাস্থলে পৌছেও কিছুই করতে পারছিলেন না৷ কারণ, কূয়োটি প্রায় ৩২ ফুট গভীর৷ তখন খবর দেওয়া এনডিআরএফ এবং ৮নং ব্যাটেলিয়ান টিএসআর’কে৷ ঘটনাস্থলে এসে পৌছান লংতরাই মহকুমার মহকুমা শাসক, ছামনু হাসপাতালের এমওআইসি, এসডিপিও এবং ছামনু থানার ওসি৷ বিকাল সাড়ে পাঁচটা থেকে কুয়া থেকে তিন যুবককে উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়৷ কিন্তু, কারোর পক্ষেই কূয়োতে নেমে ঐ যুবকদের উদ্ধার সম্ভব হচ্ছিল না৷ এনডিআরএফ এবং টিএসআর জওয়ানরা প্রথমে চেষ্টা করে ব্যর্থ হন৷ অবশেষে অক্সিজেন মাস্ক লাগিয়ে এনডিআরএফ জওয়ানরা কূয়োতে নামেন৷ দীর্ঘ চেষ্টার পর রাত দশটা নাগাদ তিন যুবককে উদ্ধার করা সম্ভব হয়৷ কিন্তু, ততক্ষনে তাদের মৃত্যু হয়েছে৷ কুয়ো থেকে উদ্ধার করেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন৷
তিনটি তরতাজা যুবকের অকাল প্রয়ানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ স্থানীয়দের বক্তব্য, প্রায় দুই বছর আগে এই রিং ওয়েলটি নির্মাণ করা হয়েছিল৷ কিন্তু, কুয়ার জলে অত্যাধিক আয়রণ থাকায় কেউ ব্যবহার করেননি৷ দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কূয়োটি৷ অথচ কুয়াটির উপর কোন ঢাকনা দেওয়ার ব্যবস্থা নেই৷ যার ফলে, আজ এই দূর্ঘটনাটি ঘটেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *