নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ সারা দেশেই সংবাদপত্রের বেহাল দশা, তাই সাংবাদিকদেরও দুরবস্থা৷ প্রেস

কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জাস্টিস সি কে প্রসাদের বক্তব্যে অন্তত এমনটাই মনে হচ্ছে৷ সোমবার আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন জাস্টিস প্রসাদ৷ এই সভায় দাবি উঠে, রাজ্যের সাংবাদিকদের আর্থিক দিক দিয়ে বড়ই করুণ দশা, সে বিষয়ে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া কোন উদ্যোগ গ্রহণ করবে কিনা৷ তাতে জাস্টিস প্রসাদ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সাংবাদিকদের এই হাল শুধুমাত্র এই রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ সারা দেশেই সাংবাদিকদের একই অবস্থা৷ অনেকেই পিসিআই’র কাছে আর্থিক দৈনদশার বর্ণনা দিয়ে বহু অভিযোগ জমা দিয়েছেন৷ বিভিন্ন সংবাদপত্রের কর্ণধারদের সাথে এবিষয়ে বৈঠক করে জানা গেছে, আইন মেনেই সাংবাদিকদের বেতন ভাতা মেটানো হচ্ছে৷ কারণ, অধিকাংশ সংবাদপত্রেই সাংবাদিকরা চুক্তির ভিত্তিতে কাজ করে থাকেন৷ স্বাভাবিকভাবেই চুক্তিভিত্তিক সাংবাদিকরা নিয়মিত সাংবাদিকদের মত বেতন ভাতা পাবেন না৷ তাহলে প্রশ্ণ ঘাটতি কোথায়? ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে সোমবার মত বিনিময় সভায় বিভিন্ন বিষয় উঠে আসে৷ উঠে আসে সংবাদপত্র ও সাংবাদিকদের করুণ অবস্থার কথা৷ সংবাদপত্রই যেখানে মরণাপন্ন সেখানে সাংবাদিকরা বাঁচবেন কিভাবে? মতবিনিময় সভায় এই প্রশ্ণও উঠে আসে৷
এদিন সভায় সংবাদপত্রের করুণ দশাও মত বিনিময়ে উঠে আসে৷ বিজ্ঞাপন ছাড়া কোনও পত্রিকা চালানো সম্ভব নয় সে বিষয়টি অস্বীকার করার উপায় নেই৷ কিন্তু রাজ্যের অধিকাংশ সংবাদপত্রগুলি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপনের উপরই নির্ভরশীল৷ এক্ষেত্রে অনেক সময়ই সংবাদপত্রকে বিজ্ঞাপন বঞ্চনার অভিযোগ পিসিআই’র চেয়ারম্যানের সামনে রাখা হয়৷ সংবাদপত্র আর্থিক দিক দিয়ে স্বচ্ছল না হলে সাংবাদিকদের দূরাবস্থা মেটানো কোন মতেই সম্ভব নয় সেকথাও বক্তব্যে উঠে আসে৷ শুধু তাই নয়, বিজ্ঞাপন বঞ্চনার বিষয়ে পিসিআই’র হস্তক্ষেপেরও দাবি জানানো হয়৷ এবিষয়ে জাস্টিস প্রসাদ সাফ জানিয়ে দেন সুনির্দিষ্টভাবে অভিযোগ জানানো হলে নিশ্চয়ই ব্যবস্থা নেবে পিসিআই৷ এমনকি রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারকে বিজ্ঞাপন বঞ্চনার হাত থেকে সংবাদপত্রকে রেহাই দেওয়ারও সুপারিশ করা হবে৷ এদিন তিনি সংবাদপত্রের দূরাবস্থার বিষয়টি অস্বীকার করেননি৷ ফলে, সারা দেশে সংবাদপত্রের উপর যে কালো মেঘ দেখা দিয়েছে এর থেকে উত্তরণ না ঘটলে সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের দূরাবস্থা কখনই মিটবে না তা স্পষ্ট৷ আগামীকাল পেইড নিউজ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে৷