লখনউ, ৩১ জানুয়ারি (হি.স.) : এবার সমাজবাদী পার্টির ভাঙনের ইঙ্গিত দিলেন খোদ সপা নেতা শিবপাল যাদব| দলের ভাঙন অবশ্যম্ভাবী ছিলই| তাই বলে ভোটের আগেই তা লোকচক্ষুর সামনে আসবে, এমনটা বোধহয় অখিলেশ যাদবও ভাবতে পারেননি| তাই বাবা মুলায়ম সিংয়ের সঙ্গে কোনও বিরোধ নেই বলে সোমবার জাহির করলেও ২৪ ঘণ্টা পেরোতেই এবার চমকটা এল কাকা শিবপাল যাদবের থেকে| মঙ্গলবার সকালে সমাজবাদী পার্টির হয়ে যশবন্তনগর নির্বাচনী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন তিনি| এরপর ছেলে আদিত্য যাদবকে সঙ্গে নিয়ে ইটাওয়ায় আয়োজিত নির্বাচনী প্রচারে সমাজবাদী পার্টির হয়ে ভোট চাওয়ার বদলে, সেখানে দাঁড়িয়ে নতুন দল গড়ার কথা ঘোষণা করেন তিনি| তিনি বলেন, আগামী ১১ মার্চ ভোটপর্ব মিটলেই দাদা মুলায়ম সিং যাদবের সঙ্গে মিলে নতুন দল গড়বেন| তিনি আরও বলেন, যশবন্তনগর থেকে মনোমনয়ন জমা করলাম| জলঘোলা হলেও এদিন তিনি সাইকেলের হয়েই মনোনয়ন জমা দিলেন|
কংগ্রেসের সঙ্গে জোট বাঁধায় ভাইপো অখিলেশ যাদবকেও একহাত নেন তিনি| তাঁর মতে, এতদিন কংগ্রেসের কী হাল ছিল কেউ জানে না ৱুঝি? উত্তরপ্রদেশে চারটি আসনও জিততে পারেনি তারা| কোন যুক্তিতে এতগুলো আসন দিয়ে দেওয়া হল| আমাদের লোকজন এবার কী করবে তা কি আদৌ ভেবে দেখা হয়েছে? ক্ষমতা দখল নিয়ে যাদব পরিবারের মধ্যে ঝামেলা বহুদিনের| এক সময় দল ভাঙারও উপক্রম হয়েছিল| তবে রাজ্য বিধানসভা ভোটের কথা মাথায় রেখে পরিস্থিতি সামলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব| কাকা শিবপালকে হঠিয়ে তিনি খুড়তুতো কাকা রামগোপাল যাদবের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন| মুলায়ম যাদবকে সরিয়ে নিজের হাতে দলের নেতৃত্ব তুলে নিয়েছিলেন| তবে সম্প্রতি কংগ্রেসের সঙ্গে জোট বাঁধায় দলের অন্দরে ফের মতবিরোধ দেখা দিয়েছে| প্রকাশ্যে অসন্তোষ প্রকাশও করেছেন মুলায়ম সিং যাদব|
2017-01-31