সঞ্জয়লীলা বনশালীকে মারধরের ঘটনায় মুখ খুললেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী

g s katariaমুম্বাই, ২৮ জানুয়ারি (হি.স.) : বিতর্ক পিছু ছাড়ছে না পদ্মাবতীর| বিকৃত করা হয়েছে ইতিহাস| এই অভিযোগে রাজস্থানের জয়গড় ফোর্টে ‘পদ্মাবতী’ ছবির সেটে চড়াও হয় রাজপুত সংগঠন কার্ণি সেনা| হেনস্থা করা হয় পরিচালক সঞ্জয়লীলা বনশালীকেও| পরিচালককে বাঁচাতে শূন্যে গুলি ছোঁড়েন তাঁর দেহরক্ষীরা| পরিচালককে মারধরের ঘটনায় এবার মুখ খুললেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী| নীরবতা ভাঙলেন দীপিকা পাডুকোন, রনবীর সিং, শাহিদ কাপুরও|
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী জি সি কাটারিয়া বলেন, আইনকে সম্মান করা উচিত| কোনও বিষয়ে ক্ষোভ থাকতেই পারে| কিন্তু আইনকে হাতে তুলে নেওয়া কখনওই কাম্য নয়| অন্যদিকে টুইটারে মুখ খোলেন বনশালির রানি পদ্মিনী দীপিকা| শুক্রবারের ঘটনায় আমি হতবাক| খুব খারাপ লাগছে| কিছুতেই মেনে নিতে পারছি না| টুইট করেন দীপিকা| পাশাপাশি বলেন, আমি আপনাদের নিশ্চিত করছি পদ্মাবতীতে কোথাও কোনও ইতিহাসের বিকৃতি হচ্ছে না | রণবীর লেখেন, এদিনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক| রাজস্থানবাসী ৱুঝুন, পাশে থাকুন | পদ্মাবতী তৈরির ক্ষেত্রে রাজস্থান ও রাজপুতদের আবেগ অনুভূতি সবটাই মাথায় রাখা হয়েছে|
সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি পদ্মাবতীতে ইতিহাসের ভুল ব্যাখ্যা করা হচ্ছে| রানি পদ্মিনীর সঙ্গে আলাউদ্দিন খিলজির যে প্রেমের দৃশ্য ছবিতে রাখা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই| এই অভিযোগ তুলে শুক্রবার জয়পুরে পদ্মাবতীর সেটে হামলায় চালায় রাজপুত কর্ণি সেনার সদস্যরা | তুমুল তাণ্ডব চালানো হয় ছবির সেটে| চলে ভাঙচুর| আক্রমণ করা হয় পরিচালককেও | সঞ্জয় লীলা বনশালির গালে সপাটে চড় মারে কর্ণি সেনার এক সদস্য| শুক্রবার রাত খেকেই এই ঘটনার নিন্দায় সরব হন বলিউডের তারকারা| শুধু চলচ্চিত্র জগতের লোকেরাই নয়, বিভিন্ন মহল থেকেই আসতে থাকে প্রতিক্রিয়া| মুখ খোলেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রীও| এমন ঘটনা কখনও সমর্থনযোগ্য নয়| বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি|
যদিও এসব কথা মোটে আমল দিতে চায় না রাজপুত কর্ণি সেনা| সংগঠনের প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিং কালভি বলেন, আমাদের নাকের নিচে, রাজপুতদের জায়গায় বসে কেউ ইতিহাসকে বিকৃত করবে! তা হয় না| সঞ্জয় লীলা বনশালির সাহস হবে জার্মানিতে গিয়ে হিটলারের বিরুদ্ধে ছবি বানানোর? অন্যদিকে কর্ণি সেনার নেতা কল্যান সিং কালভি বলেন, পদ্মাবতীর শুটিংয়ের জন্য কোনও অনুমতি নেই| তিনি বনশালির সঙ্গে দেখা করার কথাও বলেন| আশুতোষ গোয়াড়িকরের যোধা আকবর মুক্তির আগেও ঝামেলা করেছিল এই সংগঠন| এবারের ঘটনার পর তারা বলে, রাজপুতদের ইতিহাসকে সুরক্ষিত করতেই এই ঘটনা| সূত্রের খবর, শুক্রবারের ঘটনার পরই শনিবার সকালে পদ্মাবতীর টিম নিয়ে মুম্বই ফিরে আসেন বনশালি| আপাতত বাতিল করা হয়েছে জয়পুরের শুটিং শিডিউল| তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু ও রাজস্থানের মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে চিঠিও লেখে ইন্ডিয়ান ফিল্মস অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *