লাগাতার তুষারধসে বিপর‌্যস্ত ভূস্বর্গ, দুই অন্তঃসত্বা মহিলাকে প্রাণে বাঁচাল পুলিশ

J&Kশ্রীনগর, ২৮ জানুয়ারি (হি.স.): লাগাতার তুষারধসে কার‌্যত বিপর‌্যস্ত কাশ্মীর উপত্যকার জনজীবন| উপত্যকার বিভিন্ন জায়গা থেকে ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা| এমতাবস্থায় দুই অন্তঃসত্বা মহিলাকে প্রাণে বাঁচাল কাশ্মীর পুলিশ| শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে, তুষারধসের ফলে বিপর‌্যস্ত অনন্তবাগ জেলার তিনটি স্কুল এবং আটটি বহুতল| অনন্তবাগ জেলারই দুই অন্তঃসত্বাকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশের তরফে জানানো হয়েছে, অনন্তবাগ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আরু গ্রামে নিজের বাড়িতে আটকে পড়েছিলেন দিলশাদা নামে এক অন্তঃসত্বা মহিলা| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে ওই মহিলাকে উদ্ধার করে| ঠিক একই ঘটনা ঘটেছে ককারনাগের পাঞ্জগাঁও গ্রামেও| এখানে মাসুদা জান নামে এক অন্তঃসত্বা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| গোটা কাশ্মীর উপত্যকাজুড়ে এই মুহূর্তে তুষারধসের সতর্কবার্তা জারি করা হয়েছে| বিশেষ করে কুপওয়ারা, উরি, বারামুল্লা, লোলাব, গুরেজ, মাচিল সহ বেশ কিছু এলাকায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *