বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন লিও মেসি

mesiৱুয়েনস আয়ার্স, ২৮ জানুয়ারি (হি.স.) : অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি| তাঁর দুই সন্তানের মা তথা দীর্ঘদিনের প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গেই সাত পাঁকে বাঁধা পড়বেন এল এম টেন | এমনটাই জানিয়েছে আর্জেন্তিনার একটি সংবাদপত্র| খবর অনুযায়ী আগামী ২৪ জুন আর্জেন্তিনার রোজারিও চার্চে আয়োজিত হবে হেভিওয়েট বিয়ের আসর  | সেদিনই আবার মেসির ৩০তম জন্মদিন| ফুটবলের মহাতারকার বিয়েকে কেন্দ্র করে এখন থেকেই সাজো সাজো রব শুরু হয়ে গেছে| জানা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হবে ৬০০ এর বেশি মানুষকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *