তুষারধসে চাপা পরা ৫ সেনাকর্মী জীবিত উদ্ধার

indian-armyশ্রীনগর, ২৮ জানুয়ারি (হি.স.) কাশ্মীরের মাচিলে তুষারধসে চাপা পড়ে থাকা ৫ সেনাকর্মীকে জীবিত উদ্ধার করল ভারতীয় সেনা | শনিবার তুষারধসে নিয়ন্ত্রণরেখার একটি সেনা চৌকির দরজা বন্ধ হয়ে গেলে আটকে পড়েছিলেন তাঁরা|
সেনার তরফে জানানো হয়েছে, তুষারধসে আটকে পড়ার খবর মিলতেই উদ্ধারকাজ শুরু করা হয়| উদ্ধারের সঙ্গে সঙ্গে ওই সেনাকর্মীদের চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| গত কয়েকদিনে কাশ্মীরে তুষারধসে ২১ জনের মৃতু্য হয়েছে| যার মধ্যে ১৫ জন সেনাকর্মী | স্থানীয়রা বলছেন, এমন তুষারপাত গত ২০ বছরে দেখেননি তাঁরা| তুষারধসের আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *