শ্রীনগর, ২৭ জানুয়ারি (হি.স.): গুরেজ সেক্টরে তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দঁাড়াল ১৪| শুক্রবার নিখেঁাজ ৪ সৈনিকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে| পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার বরফ সরিয়ে ৪ জন সৈনিকের দেহ উদ্ধার করা হয়েছে|
গোটা কাশ্মীর উপত্যকাজুড়ে এই মুহূর্তে তুষারধসের সতর্কবার্তা জারি করা হয়েছে| বিশেষ করে কুপওয়ারা, উরি, বারামুল্লা, লোলাব, গুরেজ, মাচিল সহ বেশ কিছু এলাকায়| তুষারধসের সতর্কবার্তার মধ্যেই গত বুধবার বিকেল ৫টা নাগাদ পাহাড় বয়ে গুরেজ সেক্টরে নেমে আসে কয়েক টন বরফ| বৃহস্পতিবার সকালেই বরফ সরিয়ে বের করে আনা হয় ১০টি দেহ| নিখেঁাজ ছিলেন ৪ জন জওয়ান| শুক্রবার সকালে তঁাদের দেহ উদ্ধার করা হয়েছে|