রাজ্যজুড়ে পলিথিনের ক্যারিব্যাগ নিষিদ্ধ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

ভোপাল, ২৭ জানুয়ারি (হি.স.) : রাজ্যজুড়ে পলিথিনের ক্যারিব্যাগ নিষিদ্ধ করে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| পলিথিন গোটা দেশের কাছেই এখন সমস্যা| পরিবেশ দুষণ ছড়াতে মোক্ষম এই বস্তুটিকে নিষিদ্ধ করতে ভয় পাচ্ছে দেশের একাধিক রাজ্য| কারণ বহু মানুষের আয়ের প্রধান উত্স এই পলিথিন ক্যারিব্যাগ উত্পাদন ও ব্যবসা|
বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেন, রাজ্যে পলিথিনের ক্যারিব্যাগ নিষিদ্ধ করা হচ্ছে| আগামী ১ মে থেকে ওই নির্দেশ কার‌্যকর করা হবে| রাজ্যের পরিবেশ ও গোরুদের রক্ষা করার পাশপাশি পরিবেশ স্বচ্ছ রাখতে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হল| বাজার থেকে পলিথিন ব্যাগ তুলে নেওয়ার আগে তিন মাস সময় দেওয়া হল|
প্রজাতন্ত্র দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী পলিথিনের ক্যারিব্যাগ নিষিদ্ধ করার কথা ঘোষণার পাশাপাশি ভোপাল জেল থেকে পালানো সিমি জঙ্গিদের হত্যার ঘটনায় তিনি পুলিশের প্রসংশা করেন| চৌহান বলেন, পুলিশ খুবই ভালো কাজ করেছে| জেলা পালানো ওইসব জঙ্গিরা সমাজের জন্য ভয়ঙ্কর হতে পারত|-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *