মুজাফফরনগরে বজ্রাঘাতে মৃতু্য কিশোরের

মুজাফফরনগর, ২৭ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলায় বজ্রাঘাতে মৃতু্য হল ১৭ বছর বয়সি এক কিশোরের| বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুজাফফরনগর জেলার নাসিরপুর গ্রামে| মৃত কিশোরের নাম হল মনু| দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| শুক্রবার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়েছিল মনু| ঠিক তখনই বাজ পড়ে| বজ্রাঘাতে মনু প্রাণ হারায়|
এদিকে, শুক্রবারও সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *