পদত্যাগ করলেন মেঘালয়ের রাজ্যপাল ভি সম্মুগণাথনস

Meghalaya Governor V. Shanmuganathan Resignedশিলং, ২৭ জানুয়ারি (হি.স.): পদত্যাগ করলেন মেঘালয়ের রাজ্যপাল ভি সম্মুগণাথনস| বৃহস্পতিবার রাতে পদত্যাগ করেন তিনি| সম্মুগণাথনসের বিরুদ্ধে অভিযোগ, রাজভবনে আসা এক চাকরি প্রার্থী মহিলার শ্লীলতাহানি করেন তিনি| রাজভবনের কর্মীরাই তঁার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছিলেন| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তঁার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছিলেন রাজভবনের কর্মীরা|

যদিও, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সম্মুগণাথনস| উল্লেখ্য, ২০১৫ সালে মেয়ালয়ের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয় ভি সম্মুগণাথনসকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *