নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : বিলাসবহুল জীবনযাপনের শখের বসে অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ল দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র| দিল্লির স্বরূপনগরে এক ডেলিভারি বয়ের কাছ থেকে দামী মোবাইল ফোন ছিনতাই করে নেওয়ার অভিযোগে ওই চার পড়ুয়াকে পুলিশ গ্রেফতার করেছে| পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা একই কলেজের বিএসসি ও বিএ কোর্সের পড়ুয়া| কয়েক মাস আগে তাদের বন্ধুত্ব হয়েছিল|
ডেলিভারি বয় পুলিশকে জানিয়েছে, অভিযুক্তরা ২৬ হাজার টাকা দামের ফোনের অর্ডার দিয়েছিল| সেই মতো ফোনটি সংশ্লিষ্ট ঠিকানায় ডেলিভারি দেওয়ার জন্য তিনি গেলে তারা একটা নির্জন জায়গায় নিয়ে যায়| ওই দুইজনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ডেলিভারি বয় তাদের বাইকের নম্বর টুকে নেন| নির্জন জায়গায় নিয়ে গিয়ে অভিযুক্তরা তাকে মারধর করে মোবাইল ফোনের প্যাকেটটি ছিনিয়ে নেয়| এই ঘটনায় এফআইআর দায়ের করার পর পুলিশ ওই চার কীর্তিমানকে চিহ্নিত করে গ্রেফতার করেছে|
2017-01-27