নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল গোটা দেশে গোহত্যা নিষিদ্ধ করার জনস্বার্থ মামলা| একইসঙ্গে শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনও রাজ্যের গোহত্যা বিষয়ক আইনে হস্তক্ষেপ করবে না সিু্প্রম কোর্ট|
এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, কোনও রাজ্য গোহত্যা নিষিদ্ধ করতে পারে, আবার নাও করতে পারে| এই বিষয়ে রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করবে না আদালত| উল্লেখ্য, সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় দেশের সব রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করার আবেদন জানিয়ে| কিন্তু এদিন সেই মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত| যদিও মামলাকারী বিনীত সহায়কে আদালত জানিয়েছে, ইতিমধ্যেই আন্তঃরাজ্য গরু পাচার বন্ধ করার জন্য সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে|
2017-01-27