নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : ক্লাস টুয়েলভের স্কুল সিলেবাসে এবার পড়ানো হবে নরেন্দ্র মোদীর নোট বাতিলের পদক্ষেপ | এছাড়াও পড়ুয়াদের পড়ানো হবে ক্যাশলেস, মোবাইল ওয়ালেট কীভাবে ব্যবহার করতে হবে| শুধু তাই নয়, নোট বাতিলে লাভের কথাও তুলে ধরা হবে পড়ুয়াদের সামনে রাজস্থান বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে নেওয়া হয়েছে ওই সিদ্ধান্ত
জানা যাচ্ছে, ক্লাস টুলেভের পড়ার বইতেই মোদীর ক্যাশলেস পদ্ধতি নিয়ে পড়ানো হবে | পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই রাজস্থান বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্যাশলেস ইকোনমি নিয়ে ক্লাস টুয়েলভের পড়ুয়াদের পরাবে বলে খবর | তবে, বিশেষজ্ঞ মহলের মতে, ক্যাশলেস ইকোনমির সুফলের সঙ্গে তার কুফল সম্পর্কেও পড়ুয়াদের জানানো উচিত | যদিও, এ বিষয়ে সে রাজ্যের শিক্ষা দফতরের তরফে কোনও মন্তব্য করা হয়নি|