বিজয়ানাগরাম, ২৩ জানুয়ারি (হি.স.) : হীরাখণ্ড এক্সপ্রেসের দুর্ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের আশঙ্কা করছে রেলমন্ত্রক| রেলমন্ত্রকের এই আশঙ্কা সত্যি নাকি হীরাখণ্ড এক্সপ্রেসের লাইনচু্যত হওয়া নিছকই দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র দল|
শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ কুনেরু স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে জগদলপুর থেকে ভুবনেশ্বরগামী হীরাখণ্ড এক্সপ্রেস| লাইনচু্যত হয়ে যায় ট্রেনের ইঞ্জিনসহ আটটি কামরা| এই ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ জন| দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে দেখা যায় লাইনে ফাটলের জন্যই ট্রেনটি লাইনচু্যত হয়ে যায়| এই ফাটলের কারণ হিসেবে অন্তর্ঘাতের সম্ভাবনার কথা রবিবারই জানিয়েছিল রেলমন্ত্রক| রেলের তরফে অনিল সাক্সেনা জানিয়েছেন, লাইন পরীক্ষা করে অস্বাভাবিক কিছু নজরে এলে ঘটনার তদন্ত করা হবে| সোমবার তদন্তের জন্য ঘটনাস্থল খতিয়ে দেখতে পৌঁছল এনআইএয়ের দল|
গত তিনমাসে তিনটি রেল দুর্ঘটনা ঘটেছে| সবকটি ক্ষেত্রেই কারণ ট্রেনের লাইনচু্যত হওয়া| এর আগে কানপুর রেল দুর্ঘটনার তদন্তের সময় দেখা গিয়েছিল, ট্র্যাক থেকে উধাও হয়ে যায় ফিস প্লেট এবং ইলাস্টিক ক্লিপ| এরপর শুক্রবার রাতে লাইনচু্যত হয়ে রানিক্ষেত এক্সপ্রেস| তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বড়সড় রেল দুর্ঘটনা| একের পর এক ট্রেনের লাইনচু্যত হওয়ার ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনাতেই বেশি জোর দিচ্ছে রেলমন্ত্রক|
2017-01-23