ঝঁুকিপূর্ণ বাড়ি খুঁজছে পুর নিগম,পাওয়া গেলেই ভাঙতে হবে

AMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ ভূমিকম্প প্রবণ জোন পাঁচে রয়েছে ত্রিপুরা৷ কিন্তু তার থেকেও বেশি চিন্তার কারণ হল রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বহুতল বাড়িগুলির এমন অনেক বাড়ি রয়েছে যেগুলি প্রচন্ড ঝঁুকিতে আছে৷ এখন সে বাড়িগুলি খঁুজে বের করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ আপাতত রাজধানী আগরতলা থেকে ঝঁুকিপূর্ণ বাড়ি খঁুজে বের করার কাজ শুরু হবে৷

পুর নিগম সে মোতাবেক একটি ফর্ম প্রত্যেক বাড়িতে বিলি করবে৷ তাতে, বাড়ির মালিককে নিজের বাড়ি সম্পর্কে বয়ান দিতে হবে৷ এর ভিত্তিতে বিশেষজ্ঞদের একটি টিম পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন৷ যদি কোন বাড়ির অবস্থা প্রচন্ড ঝঁুকিপূর্ণ মিলে তাহলে সে বাড়ি ভেঙ্গে ফেলার নির্দেশ জারি করা হবে৷ ঝঁুকিপূর্ণ বাড়ি চিহ্ণিত করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের টিম আধুনিক প্রযুক্তির সহায়তা নেবে৷ অবশ্য ইতিমধ্যে রাজধানী আগরতলায় চারটি বাড়ি মারাত্মক ঝঁুকিতে রয়েছে বলে চিহ্ণিত হয়েছে৷ সেই বাড়িগুলি ভেঙ্গে ফেলার নোটিশ জারি করেছে পুর নিগম৷

এবিষয়ে পুর কমিশনার ডা. মিলিন্দ রামটেকে জানিয়েছেন, জাতীয় দুর্যোগ মোকাবেলার অথরিটির উদ্যোগে গত ১৪ই ডিসেম্বর দিল্লিতে বিভিন্ন রাজ্যগুলিকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ তাতে ভূমিকম্প প্রবণ রাজ্যগুলির অবস্থা এবং দুর্যোগ মোকাবেলায় পরিকাঠামোর দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ ঐ বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় ভূমিকম্প প্রবণ রাজ্যগুলির ঝঁুকিপূর্ণ বাড়ি চিহ্ণিত করা হবে৷ সে মোতাবেক রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয় এধরনের একটি সমীক্ষা চালু করার জন্য৷ এরই ভিত্তিতে পুর নিগম বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে৷ প্রত্যেক বাড়ির মালিককে তার বাড়ি সম্বন্ধে স্বঘোষণা দেওয়ার জন্য ফর্ম বিলি করা হবে৷ এর ভিত্তিতেই বাড়ি গুলির পরীক্ষা নিরীক্ষা করে খতিয়ে দেখে অবস্থা যদি ঝঁুকিপূর্ণ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গেই কমিটির কাছে রিপোর্ট জমা দেবেন বিশেষজ্ঞদের দল৷ এর ভিত্তিতেই ঐ বাড়ি ভেঙ্গে ফেলার নোটিশ জারি করা হবে৷ এই প্রক্রিয়া কড়াভাবে অবলম্বন করা হবে বলে পুর কমিশনার জানিয়েছেন৷ সম্প্রতি আগরতলায় একটি ড্রেইন নির্মাণে মাটি কাটতে গিয়ে বহুতল বাড়িতে ফাটল দেখা দিয়েছিল৷ পুর কমিশনার জানিয়েছেন, ঐ বাড়িটি মারাত্মক ঝঁুকিপূর্ণ৷ বাড়িটি ভেঙ্গে ফেলা হবে কিনা এখনই কোন সিদ্ধান্ত নেওয়া হলেও তিনি জানিয়েছেন, শীঘ্রই এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *