জ্যোৎস্না ভৌমিক হত্যা মামলায় এক যুবক গ্রেপ্তার

lock-upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ পূর্ব শিবনগরে সত্তরোর্দ্ধ বৃদ্ধা জ্যোৎস্না ভৌমিক হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ রবিবার ভোরে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ এডিনগর এলাকায় নিজ বাড়ি থেকে জ্যোৎস্না ভৌমিক খুনের সাথে জড়িত থাকার সন্দেহে পাপন দেবনাথ(২০)কে গ্রেপ্তার করেছে৷ এদিন তাকে আদালতে সোর্পদ করে পুলিশ ৫দিনের পুলিশ রিমান্ড দাবি করে৷ আদালত ৩দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷ পুলিশ জানিয়েছে, ধৃত যুবক ঐ বৃদ্ধার সম্পর্কে আত্মীয় হয়৷ তবে, হত্যার কারণ সম্পর্কে এখনে সঠিকভাবে কিছু জানতে পারেনি পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করে সমস্ত কিছু বেরিয়ে আসবে বলে পুলিশ আশাবাদী৷

প্রসঙ্গত, ঐ বৃদ্ধাকে তাঁর নিজের বাড়িতে নিমর্মভাবে হত্যা করা হয়৷ পুলিশ জানিয়েছে, ঘটনা সম্পর্কে জানাজানি হয় সকালবেলা৷ যখন বৃদ্ধার নাতি অন্যান্য দিনের মত সকালবেলা ফোন করেন৷ কিন্তু বারংবার রিং হওয়া সত্ত্বেও কেউ ফোন না ধরায় সে দ্রুত ছুটে আসে৷ সে এসে দেখে বাড়ির সামনের গেইটে তালা ঝুলানো৷ দীর্ঘ ডাকাডাকিতেও ভেতর থেকে কোন উত্তর না আসয় সন্দেহের সৃষ্টি হয়৷ স্থানীয় লোকজন ও ক্লাবের ছেলেরাও এসে হাজির হয়৷ বৃদ্ধা অসুস্থ হতে পারেন ভেবে স্থানীয়রা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে৷ কিন্তু ভেতরে ডুকে বৃদ্ধার রক্তাক্ত দেহ৷ তারা দ্রুত পুলিশকে খবর দেয়৷ অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী দ্রুত ছুটে আসে এবং বাড়িটি ঘিরে ফেলে তদন্ত শুরু করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *