শ্রীনগর, ২৩ জানুয়ারি (হি.স.): আবহাওয়ার খানিকটা উন্নতি হওযায় ফের খুলে দেওয়া হল শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক| সোমবার ট্র্যাফিক বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার সকাল থেকে পুনরায় খুলে দেওয়া হয়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক| তবে, এদিন জাতীয় সড়কের একদিক খুলে দেওয়া হয়েছে| আপাতত হালকা যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে|
তুষারপাতের কারণে রবিবারই বন্ধ করে দেওয়া হয় শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক| এর ফলে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকে বহু যানবাহন| ৩০০ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় দুর্ভোগে পড়েন পর্যটকরা|
2017-01-23
