নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : এবার তদন্তের মুখে খোদ প্রাক্তন সিবিআই কর্তা রঞ্জিত সিনহা| কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন এই সিবিআই কর্তাকেও জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে| ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অবিযোগে সোমবার তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত| জানা গিয়েছে, তত্কালীন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে কয়লা খনি বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে| প্রাক্তন সিবিআই কর্তা রঞ্জিত সিনহার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করবেন বর্তমান সিবিআই কর্তা অলোক ভার্মা| এব্যাপারে এদিন সুপ্রিমকোর্ট আদেশ জারি করেছে|
উল্লেখ্য, ২০১২ সালে ক্যাগ একটি রিপোর্টে বলে যে কয়লা খনি বন্টনে দুর্নীতির কারণে দেশের প্রায় ১.৮৬ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে| ২০১৪ সালে সুপ্রিমকোর্ট কয়লা খনি বন্টনের উপর স্থগিতাদেশ জারি করে|
2017-01-23